চুরি যাওয়া অটো সমেত, গ্ৰেফতার দুই যুবক
চলতি মাসের গত ২৩ তারিখ মঙ্গলবার রাতে পুরাতন মালদহের মঙ্গলবাড়ি সামুনডাই কলোনির ১২ নং ওয়ার্ডে সঞ্জীব সরকারের বাড়ি থেকে অটো চুরি করে স্থানীয় দুই যুবক। এরপরে অটোর মালিক সঞ্জীব সরকার ২৬ তারিখ মালদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অবশেষে, মালদা থানার পুলিশ প্রশাসনের তৎপরতায় চুরি যাওয়ার অটোর খোঁজে তল্লাশি চালানো হয়। পুলিশ একটি সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে দুইজন যুবককে গ্রেফতার করে এবং ২৭ তারিখ মালদা জেলা আদালতে পাঠিয়ে অভিযুক্ত দুষ্কৃতীদের ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। অন্যদিকে, অভিযুক্তদের রিমান্ডে নেওয়ার জিজ্ঞাসাবাদের পর চুরি যাওয়া অটোটি কে পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের হাতিডুবা গ্ৰাম থেকে উদ্ধার হয়।
সোমবার গ্রেপ্তার করা অভিযুক্ত দুই যুবক কে মালদা জেলা আদালতে পাঠায় মালদা থানার পুলিশ।
