গত ২৭ শে নভেম্বর জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর অঞ্চলের চরকডাঙ্গি এলাকার এক বাড়িতে চুরির ঘটনাটি ঘটেছিল।এরপর ২৯ শে নভেম্বর চুরি যাওয়া জিনিসের মালিক জলপাইগুড়ি কতোয়ালি থানায় চুরির অভিযোগে দায়ের করেন।অভিযোগ পেয়েই চুরির ঘটনার কিনারা করতে ময়দানে নামে সাদা পোশাকের বিশেষ পুলিশ দল।
অবশেষে সোমবার গভীর রাতে সফল হয় পুলিশ, উদ্ধার হয় চুরি যাওয়া সোনার জিনিসপত্র।এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে ।