ছক্কা মারায় আমিই সেরা, চেন্নাই ম্যাচের আগেই হুঙ্কার মাসল রাসেলের
আন্দ্রে রাসেল, যিনি নিজে মনে করেন, ছক্কা মারার লড়াইয়ে তিনিই সেরা। সোমবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের (CSK vs KKR)। সেই ম্যাচের আগে ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে ক্যারিবিয়ান তারকা বলেছেন, ‘বড় ছক্কা মারার নিরিখে বলতে পারি, ড্রে রাসের (দলে রাসেলের ডাকনাম) সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না। একটা গুড লেংথ স্পটে বল পেলেই হল। আমি উড়িয়ে দেব। রিঙ্কু অবশ্য এখন বেশ প্রতিদ্বন্দ্বিতায় ফেলে দিচ্ছে। ও পকেট রকেট। তবে আমি নিজের ব্যাট স্পিড জানি। ঠিকঠাক ব্যাটে লাগাতে পারলে ১১৫ মিটারও সহজ।’
কেকেআর আর রাসেল যেন সমার্থক হয়ে গিয়েছে। গোটা বিশ্বে চারটি টি-টোয়েন্টি লিগে দল রয়েছে কেকেআরের। বিভিন্ন নামে। সব দলেই খেলেন রাসেল। তাঁর কথায়, ‘আমার কাছে কেকেআর মানে অনেক কিছু। বছরে চারবার একই খেলোয়াড়দের দেখি। চারটি লিগে। আমার কাছে এর অর্থ অনেক কিছু। একটা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকাটা সব সময় ভাল। ওরা আমাকে অনেক সমর্থন করেছে। বিশ্বাস দেখিয়েছে।’
৭ উইকেটে জিতলো চেন্নাই সুপার কিংস