চেল নদীর জল বেড়ে যাওয়ায় বাঁধ ভাঙ্গার আশঙ্কা, সেই আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ক্ষুদিরামপল্লীর বাসিন্দারা
সংবাদদাতা: পারমিতা সাউ
সোমবার রাত থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে মাল মহাকুমা জুড়ে। সেই কারণে জল বেড়েছে চেল নদীর। উচ্ছ্বাসিত জলের স্রোতের গতি এতটাই বেশি ইতিমধ্যেই কিছু গাইড বাধের ক্ষতি হয়েছে। সাধারণত এই গাইড বাঁধগুলো জলের স্রোত এর হাত থেকে বাধ কে রক্ষা করে। কিন্তু এরকম ক্ষতি হওয়ার কারণে আতঙ্কে দিন কাটাচ্ছে ক্ষুদিরাম পল্লীর বাসিন্দারা। মুল বাধ ভেঙে গেলে ওই এলাকার বিস্তীর্ণ অংশ প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু গাইড বাধ জলের স্রোতে ভেসে যাওয়ার ফলে মূল বাঁধ ক্ষতি হওয়ার প্রভাব পড়তে শুরু করেছে। বাঁধের নিচের তারের জালি পাথর আলগা হতে শুরু করেছে। সাধারণ মানুষদের বক্তব্য এরকম যদি বৃষ্টি হয় মূল নদীবাঁধ রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে।
সেচ দপ্তর থেকে বাদ এর কাজ শুরু করেছে বুধবার বিকেল থেকে। পাহাড়ি নদী গুলিতে এই ধরনের প্রবণতা দেখা যায় ।স্থানীয় বাসিন্দারা জানায় পাহাড়ের নীচে নেমে জল নেমে এলে আচমকা এরকম ঘটনা ঘটে ।