মুখ্যমন্ত্রীর নির্দেশে চোখের আলো প্রকল্প কে আরো বেশি জোর দেওয়ার জন্য সোমবার দুপুরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনে এক জরুরী বৈঠক হয়ে গেল। যেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিন্সিপাল পার্থপ্রতি মুখোপাধ্যায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক সহ অন্যান্য স্বাস্থ্য দপ্তরের কর্তারা।
মূলত চোখের আলো প্রকল্পে জেলায় বেশ কিছু ব্যাকলক হয়ে পড়েছে তাই এবার থেকে এই বিষয়ে জোর দিতে চলেছেন জেলা প্রশাসন। মালদা মেডিকেল কলেজ হসপিটাল ও চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালের দুটি জায়গায় বিনা মূল্যে চোখের ছানি অপারেশন হবে।
পাশাপাশি এদিন বৈঠকের শুরুতে জেলাশাসক নীতিন সিংহানিয়া জানান, স্বাস্থ্য দপ্তরের কর্মীরা বিভিন্ন ব্লক থেকে চিহ্নিত করে সেই সমস্ত রোগীদের চোখের ছানি অপারেশন করার জন্য মেডিকেল কলেজ ও চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসবে তাদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে। আমাদের লক্ষ্য সেপ্টেম্বরের মাসের মধ্যেই আমাদের লক্ষ্যমাত্রা পূরণ করব প্রতিমাসে ৩০ টি করে অপারেশন করার লক্ষ্য রাখছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − eleven =