গত মঙ্গলবার নবান্ন অভিযান জেরে জখম হয়েছিলেন কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। আন্দোলনকারীদের ছোড়া ইটের ঘায়ে তাঁর বাঁ দিকের চোখ গুরুতর জখম হয়। কলকাতার মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে এদিন ওই সার্জেন্টকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য হায়দরাবাদ রওনা হলেন তাঁর স্ত্রী ও পরিবারের অন্য এক সদস্য।
সূত্রের খবর, হায়দরাবাদের এল ডি প্রসাদ হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সার্জেন্ট দেবাশিসের বাঁ চোখে আংশিক দৃষ্টিহীনতা রয়েছে। চোখে রয়েছে ‘বাবল’। দৃষ্টিশক্তি স্বাভাবিক করাতে তাঁকে হায়দরাবাদের ওই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এদিন কলকাতা পুলিশের অ্যাম্বুল্যান্সে সার্জেন্টকে হাওড়া স্টেশন নিয়ে যাওয়া হয়।