চোরাই মোবাইল ফোন পাচারকারী এক ব্যাক্তিকে গ্রেফতার করল পুলিশ
বিশ্বস্ত সূত্রের খবরের ভিত্তিতে ২রা জুন বউবাজার থানার অন্তর্গত চাঁদনী চক এলাকার ওপরে নজর রাখেন আমাদের গোয়েন্দা বিভাগের ওয়াচ সেকশনের অফিসাররা। নজরদারি চলাকালীন মডার্ন ইটিং হাউজের সামনে থেকে আটক করা হয় মালদা জেলার এক বাসিন্দা সামিউল শেখকে (২৯) , কাঁধে ছিল ব্যাকপ্যাক। সেটি তল্লাশি করে মোট ৪২টি ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন খুঁজে পান অফিসাররা, যেগুলি সম্পর্কে কোনও সদুত্তর দিতে পারেনি ধৃত ব্যক্তি, দেখাতে পারেনি কোনও বৈধ নথিপত্রও। মোবাইল ফোনগুলি বাজেয়াপ্ত করে সামিউলকে গ্রেফতার করা হয়, এবং মামলা দায়ের হয় বউবাজার থানায়। আরও জিজ্ঞাসাবাদের পর জানা যায়, চোরাই মোবাইল ফোন পাচারকারী এক চক্রের সদস্য সামিউল , এবং কলকাতা ও রাজ্যের অন্যান্য এলাকা থেকে তাদের সহকারীদের সাহায্যে তারা চোরাই মোবাইল পাচার করত বাংলাদেশে। ফোনগুলির মালিকদের খোঁজ চলছে, এবং ধৃত ব্যক্তি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে ।