চোরেদের গাছে বেঁধে গণপিটুনি দুর্গাপুরে।
বিগত কিছুদিন ধরে দুর্গাপুরের ইস্পাত নগরী বিজোন এলাকায় চোরের দল ফাঁকা বাড়ির দরজা পাইপলাইন চুরি করে নিয়ে যাচ্ছিল, শুক্রবার গভীররাতে ভারতী এলাকার কুড়ি নাম্বার স্ট্রিটে একটা ঘরের পিছনে বাগানে চোরের দল জড়ো হয়েছিল, এলাকাবাসীদের চিৎকার-চেঁচামেচিতে ভারতীর ২০ নাম্বার স্ট্রীট থেকে ২২ নম্বর স্ট্রিটে এলাকাবাসীরা চোরের দল কে ধরে ফেলে, এবং সেই চোরের দল কে এলাকাবাসীরা গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দিতে থাকে, খবর দেয়া হয় বিজোন ফাঁড়ির পুলিশ কে, শনিবার ভোরে বিজোন ফাঁড়ির পুলিশ এসে ওই চোরের দল কে ধরে নিয়ে যায়, এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।