চোর সন্দেহে প্রতিবন্ধী যুবক নিজের পরিবার হাতেই খুন গ্রেফতার কাকা সহ চার।
বসিরহাটের বসিরহাট থানা ইতিন্ডা পানিতার গ্রাম পঞ্চায়েতের পানিতর গ্রামের ঘটনা বছর ২০ এর সঞ্জীব মন্ডল মূক ও বধির যুবক। গত ১৪ ই এপ্রিল চড়ক পূজার দিন এলাকায় একজনের বাড়িতে মোবাইল চুরি হয়। আর সন্দেহের তীর গিয়ে পরে ওই প্রতিবন্ধি যুবকের বিরুদ্ধে। এই নিয়ে এলাকার দুটো পরিবারের মধ্যে বচসা গন্ডগোল মারধর হয়। আর সেই ক্ষোভ গিয়ে পরে বিশেষ চাহিদা সম্পন্ন যুবকের উপর। নিজের কাকা নন্দ মন্ডল সহ পরিবারের বাকি তিন সদস্য তাকে বেধড়ক মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শিবাটি গ্রামীণ হাসপাতাল, তারপর বসিরহাট জেলা হাসপাতাল, তারপর কলকাতা আরজি করে নিয়ে যাওয়ারা পথে সঞ্জীব এর মৃত্যু হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মোবাইল চোর সন্দেহে প্রতিবন্ধী যুবকের নিজের পরিবার হাতেই খুন হতে হলো। এই মধ্যযুগীয় বর্বরতা আরো একবার প্রমাণ হলো। একবিংশ শতাব্দীতে এই ধরনের ঘটনা ভারত ও বাংলাদেশ পানিতর সীমান্তের এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। যেখানে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মৃতি পীড়িত গ্রাম।সেখানেই এই ধরনের ঘটনায় শিউরে উঠেছে গোটা সমাজ। কাকা সহ নিজের পরিবারের ৪, জনকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে