ছট পুজো উপলক্ষ্যে হিন্দী ভাষীদের শাড়ি গামছা বিতরণ তৃনমূলের।
দোরগড়ায় পুরসভার নির্বাচন। এই নির্বাচনে বাঁকুড়া পুরসভা এলাকায় হিন্দি ভাষী মানুষদের কাছে টানতে মাঠে নামল তৃণমূল।মঙ্গলবার অর্থাৎ ছট পুজোর আগের দিন সকালেই বাঁকুড়া শহরের ১৩ নং ওয়ার্ডের হিন্দী ভাষাভাষী এলাকায় গিয়ে বাড়ি বাড়ি ঘুরে শাড়ি, গামছা, নারকেল তুলে দিলেন তৃনমূল নেতৃত্ব। তৃনমুলের এই উপহার আসলে হিন্দী ভাষী ভোট ব্যংক কাছে টানার চেষ্টা কটাক্ষ বিজেপির।রাত পোহালেই ছট পুজো যা হিন্দি ভাষীদের প্রধান উৎসব হিসেবেই পরিচিত। প্রধান উৎসবের আগের দিনেই হিন্দি ভাষীদের কাছে উপহার নিয়ে পৌঁছে গেল তৃনমূল নেতৃত্ব। বাঁকুড়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা তৃনমূল নেতা দিলীপ আগরওয়ালের নেতৃত্বে মঙ্গলবার সকালে বাঁকুড়া শহরের হিন্দী ভাষাভাষী যে সব পরিবার ছটের ব্রত করেন তাদের হাতে তুলে দিলেন নানান উপহার। শহরের ১৩ নম্বর ওয়ার্ডের লোকপুর ভকতপাড়ায় সব থেকে বেশি সংখ্যাধিক্য হিন্দি ভাষী মানুষের বসবাস। এদিন তৃনমূলের নেতা ও কর্মীরা ওই এলাকায় বাড়ি বাড়ি ঘুরে হিন্দী ভাষাভাষী পরিবারগুলির হাতে তুলে দিলেন ছট পুজোর উপহার।
তৃনমূলের এই উপহারকে ভোটের উপহার বলে কটাক্ষ করেছে বিজেপি। ২০২১ বিধানসভা নির্বাচনের নিরিখে এই ওয়ার্ডের হিন্দি ভাষী ভোট ব্যাংক বিজেপির পক্ষে এবং হিন্দী ভাষাভাষী মানুষের মধ্যে বিজেপির জনপ্রিয়তাই যথেষ্ট বলে দাবি বিজেপির। বিজেপির সেই ভোট ব্যাঙ্ককে পুরসভা ভোটে নিজেদের পক্ষে নেওয়ার জন্যই তৃনমূলের এই চেষ্টা। তবে সেই চেষ্টা ব্যার্থ হবে বলে দাবি বিজেপির।
