ছত্রিশগড়ের শুকনায় সহকর্মীর গুলিতে নিহত ৪ জওয়ান।
এদের মধ্যে নদীয়ার দেবগ্রামের একজনের মৃত্যু হয়।নদীয়ার দেবগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় বাড়ি রাজীব মন্ডল ২০১০সালে সিআরপিএফের ৫০ নম্বর ব্যাটেলিয়ানে যোগ দেন। দীর্ঘ ১১ বছর সিআরপিএফের জওয়ানে চাকরি করছিলেন। সামান্য জমিজমা থাকলেও রাজীবের চাকরি করার সুবাদে সংসার ভালভাবে চলে যেত।মাঝেমধ্যে ছুটি পেলে বাড়ি আসতেন। সকলের সঙ্গে সময় কাটাতেন। তার স্ত্রী এবং দুটি কন্যা সন্তান রয়েছে। একজনের বয়স ৮ এবং একজন মাত্র আড়াই বছর। হঠাৎ রবিবার রাতে বাড়িতে ফোন আসে মৃত্যুর খবর।তার দাদার কাছে পৌঁছোয় সেই খবর। সেই সময় তাঁর স্ত্রী বাপের বাড়ি ছিলেন। সকাল সাতটায় স্ত্রীকে জানানোর পর কান্নায় ভেঙে পড়েন বাড়ি সহ গোটা এলাকা। শোকের ছায়া নেমে আসে গ্রামে।
