ছয় ঘণ্টার চেষ্টায় খাঁচা বন্দি চিতাবাঘ।

সাতসকালে ধুপগুড়ির ৪ নং ওয়ার্ডের বসাকপাড়ায় চিতাবাঘের দেখা মিলতেই ধূপগুড়ি শহরজুড়ে আতঙ্ক ছড়আয়। চিতাবাঘ দেখতে এলাকায় ভিড় জমায় প্রচুর মানুষ। ভিড় সরাতে মোতায়েন করা হয় র‍্যাফ। এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা। বনকর্মী, পুলিশ ও দমকলের ৬ ঘণ্টার চেষ্টায় অবশেষে ঘুম পাড়ানি গুলিতে কাবু করা হল পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘটিকে।পর পর তিন রাউন্ড ঘুম পাড়ানি গুলি চালালেও ঘুমপাড়ানি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পরবর্তীতে দমকল বাহিনীর প্রচেষ্টায় চালানো হয় জলকামান। ঘটনাস্থলে ডুয়ার্সের ৬ টি রেঞ্জের বনকর্মীদের নিয়ে আসা হয়।তবুও চিতাবাঘকে বাগে আনা সম্ভব হয়নি। পরবর্তীতে বিকাল ৪ টা নাগাদ আরো এক রাউন্ড ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয়। ঘুমন্ত অবস্থায় দীর্ঘক্ষণ গাছের মগডালে আটকে থাকে চিতাবাঘ।পরবর্তীতে বনকর্মীরা মই দিয়ে গাছে উঠে বাঁশের সাহায্যে চিতা বাঘটিকে জালে ফেলে। তড়িঘড়ি বাঘটিকে খাঁচা বন্দি করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় গরুমারা প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 − one =