ছয় দিন চেষ্টাকরেও এখনো ধরা পড়ল না বাঘ।

ছয় দিন চেষ্টাকরেও এখনো ধরা পড়ল না বাঘ।

বাঘ ধরতে জলকামান ব্যবহার করার সিদ্ধান্ত নিল বনদপ্তর। ঘটনাস্থলে দমকলকর্মী।
গতকাল সারা দিন পটকা ফাটিয়ে জঙ্গলের ভিতরে ঝোপের মধ্যে থেকে বার করা গেল না বাঘ। রাতভর মাঝেমধ্যেই জাল ছিঁড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে বাঘ । কোনো অবস্থাতেই ছাগলের টোপ খেতে খাঁচায় ঢুকলো না। খাঁচার আশেপাশেই পায়চারি করছে সারা রাত। আজ সকাল থেকেই বনদপ্তর এর পক্ষ থেকে আবারো ঘুমপাড়ানি গুলি ছোড়ার বিশেষজ্ঞ দুটি টিম চেষ্টা চালাচ্ছে ট্রাংকুলাইজ করতে। একদিক থেকে জলকামান স্প্রে করা হবে ঝোপ থেকে বাঘকে বার করার জন্য। বাঘ কে ঝোপ থেকে বার করে দাও ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর। যদি তাতেও কাজ না হয় জঙ্গলটি আরো ছোট করে দেওয়া হবে নেট দিয়ে ঘিরে। যদি তাতেও কাজ না হয় শেষমেশ সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর জেসিবি নামিয়ে ঝরানোর এবং জোট থেকে বের করার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 15 =