ফাঁদ পেতে চিতা বাঘ ধরল প্রৌঢ় এ যেন এক বিরল ঘটনা! অনেকটা ঠিক রূপকথার গল্পের মত। শুনতে অবাক লাগলেও বাস্তবে ঘটলো তা।
গত কয়েকদিন আগে ডুয়ার্সের বানারহাট ব্লকের তেলিপাড়ার কালুয়া কলোনির এক বাড়ি থেকে একটি ছাগল নিয়ে চম্পট দিয়েছিল চিতাবাঘ। এর পর বাড়ির কর্তা শ্যাম রাও মনে ধারনা হয়েছিল ছাগলের লোভে তার বাড়িতে ফের আসবে চিতাবাঘ। সেইজন্য তিনি বাড়িতে থাকা একটি জাল দিয়ে ফাঁদ তৈরি করে ঘরের ভেতরে পেতে রেখেছিলেন। ফাঁদ তৈরি করে অপেক্ষায় ছিলেন কখন চিতাবাঘ আসে।বুধবার রাতে ফের শ্যাম রাওয়ের ছাগল রাখার ঘরে ঢুকে পড়ে চিতাবাঘ। চিতাবাঘ দেখতে পেয়ে ছাগল চিৎকার করতেই বাড়ির মালিক ওই প্রৌঢ় বুঝতে পেরে চিতাবাঘটিকে ধাওয়া করতেই পালাতে গিয়ে ফাঁদে আটকে পড়ে চিতাবাঘ। এরপর দড়জা আটকে খবর দেন স্থানীয় বাসিন্দাদের।খবর পেয়ে তৎক্ষণাৎ ওই বাড়িতে ছুটে আসে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জ অফিসার শুভাশিস রায় সহ বনকর্মীরা। অবশেষে বনকর্মীদের ছোড়া ঘুমপাড়ানি গুলিতে কাবু হোলো চিতাবাঘ। চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে গরুমারা প্রকৃতি বিক্ষন কেন্দ্রে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 1 =