ছাতনায় বিজেপি কর্মী সমর্থকদের চোর ধরো জেলে ভরো কর্মসূচি
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাই রাজ্যের তৃণমূল সরকারের প্রতিবাদে রাজ্যজুড়ে বিজেপি কর্মী সমর্থকেরা আন্দোলনে নেমেছে। আজ ছাতনা ব্লকের কুলাডাবর অঙ্কিত মোড় থেকে জোড়হিড়া বাজার পর্যন্ত পথ মিছিলের মাধ্যমে চোর ধরো জেল ভরো কর্মসূচি করল বিজেপি। বিজেপির এই পথমিছিলে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সাধারণ সম্পাদক স্বপন মুখার্জি, ছাতনা ২ নং মন্ডল সভাপতি সিতাংশু রক্ষিত, সহ-সভাপতি তাপস আচার্য, রঞ্জিত পরামানিক, সাধারণ সম্পাদক রবিলোচন পরামানিক ও সন্তু পাত্র সহ অনান্য বিজেপি নেতা কর্মীরা।