বাঁকুড়া, দীপ আচার্য্য : আজ দুপুর নাগাদ ছাতনার জোড়হিড়া এলাকায় একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় আগুন লাগে । আর এই আগুন লাগার খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি কারখানার শ্রমিকরাই আগুন নেভানোর কাজে লাগেন তবে আগুনের ভয়াবহতা এতটাই এই আগুন নেভানো যায় না। খবর দেওয়া হয় বাঁকুড়ার দমকল বিভাগে। এর পরে ঘটনাস্থলে দমকল বিভাগের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এই বিষয়ে দমকল আধিকারিক জানান, ” এই বেসরকারি কারখানায় যে পরিমাণ হায়ার ট্রান্সফর্মার সিস্টেম আছে তার জন্য উপযুক্ত আগুন নিয়ন্ত্রক ব্যবস্থা রাখা জরুরি। কিন্তু কারখানা কর্তৃপক্ষকে বারবার বলার পরও কাজ হয়নি”।