ছাদ ঢালাইকে কেন্দ্র করে গোলমাল,মধ্যস্থতা করতে গেলে মোহাম্মদ বাজার এলাকার বাসিন্দা জাকির মিয়াকে কুড়ুল দিয়ে মারা হয়, তারপরেই রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমের মোহাম্মদ বাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্র, সিউড়ি হাসপাতাল ও পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ২৪ অক্টোবর তার মৃত্যু হয়, সেই ঘটনাতেই তদন্ত শুরু করে মোহাম্মদ বাজার থানার পুলিশ, তদন্তে মূল মাথা হিসেবে উঠে আছে টুলু মন্ডলের নাম, তাই আজ রবিবার টুলু মন্ডলকে গ্রেফতার করে মোহাম্মদ বাজার থানা পুলিশ, তাকে সিউড়ি জেলা আদালতে পেশ করা হলে আদালত টুলু মন্ডলকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।