ছাড়িগঙ্গা এলাকায় নৌকাডুবিতে তলিয়ে গেল মাঝিসহ পাঁচজন
ঘটনাটি ঘটেছে পাখিরালয়ে ছাড়িগঙ্গা এলাকায়। এই ঘটনায় মাঝিসহ পাঁচজন জলে তলিয়ে যায়। স্থানীয় মানুষদের তৎপরতায় দুজন ব্যক্তি ও মাঝিকে উদ্ধার করা হয়। দু জন এখনও নিখোঁজ ঘটনাস্থলে এসে পৌঁছেছে পূর্বস্থলী থানার পুলিশ প্রশাসন ও পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়।এদের সকলেরই বাড়ি কৃষ্ণনগর এলাকায় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে তারা সকলেই নেশাগ্রস্ত অবস্থায় ছিল।গুরুতর অসুস্থ নৌকার মাঝিকে পূর্বস্থলী হসপিটালে পাঠানো হয়েছে ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।
