ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতিক তারের সংস্পর্শে মৃত গবাদি পশু,সরীসৃপ ও উভচর প্রাণী,প্রাণে বাঁচল কিশোর

মালদহের চাঁচল থানার নয়নপুর গ্রামে খুঁটি থেকে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে থাকায় ঘটল বড়সড় দুর্ঘটনা।দুর্ঘটনায় প্রাণ গেল সরীসৃপ, উভচর মেরুদণ্ডী ও পূর্ণ বয়স্ক গবাদিপশুর।প্রাণে বেঁচেছে এক কিশোর।
ঘটনায় বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগ তুলেছেন বাসিন্দারা।
স্থানীয় সূত্রে খবর,শনিবার সকালে গোয়ালঘর থেকে গোরু বের করছিল এক কিশোর রেজ্জাক আলী।সেসময় গোরুটি ও রেজ্জাক ছিঁড়ে পড়ে থাকা তারের সংস্পর্শে তড়িতাহিত হয়।সেই দৃশ্য স্থানীয়দের নজরে আসতেই,প্রাণে বাঁচে ওই কিশোর।তাকে গ্রামেই প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে।এবং পূর্ণ বয়স্ক গোরুটি ঘটনাস্থলেই মারা যান।সেখানে আগে থেকেই একটি বিষধর সাপ ও ব্যাঙ মৃত অবস্থায় পড়েছিল বলে জানিয়েছেন নয়নপুরের বাসিন্দা সাহাজান আলী।তিনি বলেন,এলাকায় বেশিক্ষণ সময় ধরে বিদ্যুৎ বিভ্রাট থাকে।এদিকে ছিঁড়ে পড়ে থাকা তাঁর কেউ ঠিক করতে আসেনি।তাদের গাফিলতিতেই এই ঘটনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × three =