বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত লেকটাউন থানার দ্রীয় প্রচেষ্টায়,লেকটাউন থানার অন্তর্গত দমদম পার্ক এলাকা থেকে ছিনতাই হওয়া দুই মহিলার সোনার চেন আজ লেকটাউন থানার অধিকারিকরা তুলে দিলেন, নির্দিষ্ট মালিকের হাতে। উপস্থিত ছিলেন,লেকটাউন থানার আধিকারিক রাএবং ২৮ নং ওয়ার্ডের পৌর পিতা, শ্রী বিশ্বজিৎ প্রসাদ।