ছুটির দিনেও অসুস্থ শিক্ষিকা পেলেন স্বাস্থ্য সাথী কার্ড।
ফুল তোলার সময় পড়ে গিয়ে হাত ভেঙেছে ঝাড়গ্রাম জেলার লালগড়ের বাসিন্দা সুচিত্রা দেবীর।৬৬ বছরের সুচিত্রা রায়,পেশায় অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষিকা।শুক্রবার বাড়ীর উঠোনে ফুল তুলতে গিয়ে পড়ে যান তিনি।মেদিনীপুরে গিয়ে চিকিৎসক দেখান তিনি। এক্স-রে করে দেখা যায় ডান হাতের তিনটি হাড় ভেঙ্গেছে।জরুরী ভিত্তিতে অস্ত্রোপচার করতে হবে। কিন্তু অস্ত্রোপচারের খরচ বহন করার মত টাকা নেই সুচিত্রা দেবীর কাছে।স্বাস্থ্য সাথীর কার্ডের জন্য আবেদন করলেও কার্ড তৈরির প্রক্রিয়া শুরু হয়নি তার।বিষয়টি জানতে পেরে উদ্যোগী হন লালগড় ব্লক তৃণমূলের সভাপতি শ্যামল মাহাতো। শনিবার ছুটির দিন হলেও ব্লক প্রশাসনের সদস্যরা সুচিত্রা দেবীর বাড়ীতে গিয়ে প্রয়োজনীয় তথ্য ও হাতের ছাপ সংগ্রহ করে স্বাস্থ্য সাথীর কার্ড বানিয়ে তার হাতে তুলে দিলেন।