ছেলে তৃণমূল কংগ্রেস করার অপরাধে বেধড়ক পেটালো বাবাকে বিজেপির দুষ্কৃতীরা।
ময়না থানার বাকচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামাহাল এলাকায় স্থানীয় এক ব্যক্তি কে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। আহত ওই ব্যক্তির নাম বেঙ্গল মন্ডল। অভিযোগ আজ সকালে সজল ধারার কাজ করতে যাওয়ার সময় অতর্কিত হামলা চালায় বিজেপির কয়েকজন স্থানীয় কর্মীরা। জানা গেছে ওই ব্যক্তির বড় ছেলে তৃণমূলের সাথে যুক্ত। সেই রাগে বাবার উপর হামলা চালানো হয়। যদিও বড় ছেলে পারিবারিক সূত্রে আলাদা ভাবে থাকেন বলে জানা গেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও পরবর্তীতে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্তে ময়না থানার পুলিশ।
