ছোট মোটর গাড়ির মালিক ও কর্মচারীদের বিক্ষোভ অবরোধ দীয়া রানাঘাট পরামানিক মোড়ে।
অভিযোগ সরকারকে টেক্স ও সমস্ত সরকারি খরচ দেওয়ার পরও পড়তে হচ্ছে পুলিশি হয়রানির মুখে। ওভারলোড না থাকলেও পুলিশি জুলুমের মুখে পড়তে হচ্ছে গাড়িচালকদের বাজেটের বাইরে দিতে হচ্ছে পুলিশকে হপ্তা এই তোলাবাজির বিরুদ্ধে ছোট গাড়ি মালিক সংগঠন। আজকে নদীয়া রানাঘাট পরামানিক মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে।