ছৌ নাচ করে রাস্তায় বাজির বিরুদ্ধে সচেতনতা ।
শব্দবাজির বিরুদ্ধে গত দুই সপ্তাহ ধরেই পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকের অভিযান করেছে পুলিশ। প্রচুর পরিমাণে শব্দবাজি বাজেয়াপ্ত করা ছাড়াও গ্রেফতারের ঘটনাও ঘটেছে। বুধবার থেকে মেদিনীপুর শহরের রাস্তায় ও বিভিন্ন ব্লকেও পুলিশের পক্ষ থেকে শব্দবাজির বিরুদ্ধে প্রচার করল পুলিশ।ছৌ নাচ সহযোগে নাটিকার মাধ্যমে এই প্রচার কর্মসূচী চালায় পুলিশ প্রশাসন । অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ, ডিএসপি সব্যসাচী সেনগুপ্ত সহ একাধিক পুলিশ আধিকারিকরা নিজেরা দাঁড়িয়ে থেকে এই প্রচার চালান। সব্যসাচী সেনগুপ্ত বলেন-মানুষের মধ্যে সচেতনতা আনতে পথচলতি মানুষের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে এই ছৌ নাচের মাধ্যমে প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে।