ছয় শিশু সহ মোট ১৩ জন রোহিঙ্গাকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি স্টেশনের জিআরপি।

ছয় শিশু সহ মোট ১৩ জন রোহিঙ্গাকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি স্টেশনের জিআরপি।

জিআরপি সূত্রে জানা গিয়েছে , জম্মু ও দিল্লি থেকে দু’ভাগে ভাগ হয়ে এনজেপি স্টেশনে পৌঁছেছিল ওই দলটি। শুক্রবার  বিকেলে তাঁরা স্টেশন থেকে অসমের ট্রেন ধরার অপেক্ষায় ছিল। ঠিক তখনই জিআরপি আধিকারিকরা সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।  এদিন রাতে তাদের ফরেনার্স অ্যাক্টে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবেদে পুলিশ জানতে পেরেছে অসম থেকে ত্রিপুরা হয়ে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পরিকল্পনা করেছিল তাঁরা। শুক্রবার গভীর রাত পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। ধৃতদের মধ্যে দুজন মহিলা, পাঁচজন পুরুষ ও ছয়জন শিশু। ধৃতরা হল আবদুল রকিম(৭১), মহম্মদ হরিষ (২১), নুর ইসলাম ৪৮), মনুয়ারা বেগম (২৪), সামদা বেগম (৩০), মহম্মদ আয়ুব (৩২), মহম্মদ আবদুল্লা (১৮) এছাড়া রয়েছে ছয়টি শিশু। ধৃতরা মায়ানমারের বাসিন্দা। শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। রেল পুলিশ সুত্রে জানা গিয়েছে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানিয়ে আদালতে তোলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + nine =