জগদ্দলে গুলিকান্ডে মূল অভিযুক্ত করণ যাদব সহ ১জনকে তোলা হল আদালতে

প্রতিদিনই সন্ধে নামতেই জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের রেললাইনের ধারে শিবমন্দির তলায় মদ-গাঁজার ঠেকে আসর বসে। শনিবার রাতে সেই আসরে যোগ দেয় রোহিত দাস ও তাঁরই অন্তরঙ্গ বন্ধু করন যাদব। যদিও ঘটনার পর থেকেই বেপাত্তা ছিল অভিযুক্ত করণ। তবে গোপন সূত্র খবর পেয়ে মূল অভিযুক্ত করণ যাদবকে রানাঘাট থেকে গ্রেপ্তার করে জগদ্দল থানার পুলিশ। এছাড়াও তাপস দে,শুভম সিংকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে ৩০২ ধারায় খুন,১২০ বি ধারায় অপরাধ মূলক ষড়যন্ত্র,৩৪ ধারায় একের অধিক মিলে অপরাধ সংঘঠিত করা,২৫/২৭/৩৫ ধারায় অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। এখনো পর্যন্ত অস্ত্র উদ্ধার হয়নি।খুনের মোটিভ জানা যায়নি ।
ধৃতদের মধ্যে তাপস দে ছাড়া মোট দুই জনকে আজ সকালে ব্যারাকপুর আদালতে পাঠালো জগদ্দল থানার পুলিশ। এরমধ্যে তাপস দে যেহেতু ১৭ বছরের নাবালক।তাই তাকে জুভেনিয়াল কোর্টে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর।বাকিদের ৭দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × five =