জগদ্দলে নিয়ন্ত্রণহীন লরির ধাক্কায় অল্পের জন্য প্রাণে বাঁচল পথচারী, গুরুতর আহত ৫, ক্ষতিগ্রস্থ চারটি দোকান।

জগদ্দলে নিয়ন্ত্রণহীন লরির ধাক্কায় অল্পের জন্য প্রাণে বাঁচল পথচারী, গুরুতর আহত ৫, ক্ষতিগ্রস্থ চারটি দোকান।

জানা গেছে, রাতে একটি মাল বোঝাই লরি রথতলা ব্রিজ থেকে নেমে ভাটপাড়া মোড় এর কাছে যান্ত্রিক গোলযোগের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর ঘোষপাড়া রোড ধরে বেগতিক ভাবে ব্যারাকপুরের দিকে ছুটে চলে। সেই সময় লরির ধাক্কায় বেশ কয়েকজন পথচারী আহত হন। পাশাপাশি রাস্তার আশেপাশের বেশ কিছু দোকানপাট লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়। জগদ্দল এর কাছে স্থানীয় লোকেরা লরিটি আটক করে। এরপর জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে এসে লরিটিক আটক করে। ঘটনার জেরে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে আসেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। আহতদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + 14 =