জগদ্দলে ফের বোমাবাজি, গ্রেফতার১।
জগদ্দলের ৪ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন রেল লাইনে বোমাবাজি করার অভিযোগে ধৃত মদ্যপ যুবক।
মদ্যপ অবস্থায় জগদ্দল স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের চার নম্বর লাইনে বোমাবাজির অভিযোগ উঠল এক মদ্যপ যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতের ঘটনা। রেলপাড়ের বস্তির লোকজন চারদিক থেকে ওই যুবককে ঘিরে ফেলে। খবর পেয়ে নৈহাটি জি আর পি থানা এবং জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে আসে। ওই যুবকের পকেট থেকে পুলিশ আরও তিনটি তাজা বোমা উদ্ধার করেছে। ধৃত যুবক জানিয়েছে, তার নাম পিন্টু নন্দী। সূত্রের খবর, ধৃতের বাড়ি জগদ্দলের গুপ্তার বাগান এলাকায়। কি কারণে ওই যুবক বোমাবাজি করলো তা পুলিশ খতিয়ে দেখছে।
