জগৎবল্লভপুরে বিদ‍্যুৎপৃষ্ট হয়ে মৃত‍্যু সপ্তম শ্রেণীর ছাত্রীর।

জগৎবল্লভপুরে বিদ‍্যুৎপৃষ্ট হয়ে মৃত‍্যু সপ্তম শ্রেণীর ছাত্রীর।

হাওড়া জগৎবল্লভপুর নরেন্দ্রপুর গ্রাম এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয় মৃত্যু হল সপ্তম শ্রেণীর ছাত্রীর। তার নাম তৃষ্ণা ধক।সূত্রে খবর,গতকাল টিউশনি পরে বাড়ি ফিরছিল চার বন্ধুতে মিলে।সেই বাড়ি ফেরার পথে রাস্তায় ইলেকট্রিক তার বিপজ্জনকভাবে ছিঁড়ে পড়ে ছিল।যার কারণে সেখানের ভেজা মাটি থাকা অবস্থায় চারজন বিদ্যুৎপৃষ্ট হয়।তাদেরকে নিয়ে যাওয়া হয় আমতা গ্রামীণ হাসপাতালে। তিনজনকে ছেড়ে দিলেও তৃষ্ণা ধককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। ডব্লিউবিএসই(WBSE)দপ্তরের আধিকারিকরা গেলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।তাদের গাফিলতির জেরে এই কাণ্ড ঘটেছে বলে স্থানীয়রা বিক্ষোভ দেখায়। জগৎবল্লভপুর থানার পুলিশ এলাকায় রয়েছে। পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 4 =