জগৎবল্লভপুরে ৭ বছরের শিশুর মুখে অ্যাসিড মারার অভিযোগ
জগৎবল্লভপুরের হাটালের ঘটনা । অভিযুক্তের খোঁজে জগৎবল্লভপুর থানা পুলিশ। গুরুতর আহত অবস্থায় প্রথমে জগৎবল্লভপুর হাসপাতাল পরে মেডিকেল কলেজে পাঠানো হয়েছে । কি কারণে ঘটনা তা নিয়ে ধন্দে পুলিশ । সন্ধ্যে সাতটা নাগাদ ৭ বছরের শিশু এবং তার দিদি প্রাইভেট টিচারের কাছে পড়ে বাড়ি ফিরছিল ২ জন দুষ্কৃতী বাইকে চেপে আসে উদ্দেশ্য দিদিকে অ্যাসিড হামলা করার চেষ্টা করেছিল কিন্তু দিদি সরে যায় তাই সাত বছরের শিশুর মুখে গিয়ে লাগে অ্যাসিড। আগামীকাল স্থানীয় তৃণমূল বিধায়ক সীতানাথ ঘোষ আহত শিশুর বাড়ি খোঁজ নিতে যাবে।
