জঙ্গলমহল উৎসবের শেষ দিনে খুশির হাওয়া আদিবাসী নৃত্য অনুষ্ঠানে নাচ করলেন জেলাশাসক

বুধবার শেষ হলো জঙ্গলমহল উৎসব l বীরভূমের গৌরাঙ্গিনী উচ্চ বিদ্যালয়ের মাঠে সোমবার থেকে শুরু হয়েছিল এই উৎসব, আদিবাসী কৃষ্টি সংস্কৃতি ও আদিবাসীদের তৈরি হাতের কাজের প্রদর্শনীর পাশাপাশি আদিবাসী নৃত্য ও গান উপস্থিত সকলের মন জয় করে lএই উৎসবে ১৪৬ জন মাঞ্জিবাবা সহ পঞ্চ জনদের ও আদিবাসী কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়েছিলl বুধবার সম্মাননা জানানো হয় আদিবাসী শিক্ষক ও বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত কৃতি গুণীজনদের l আদিবাসী কৃষ্টি-সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের সঙ্গে নাচে পা মেলান জেলাশাসক বিধান রায় সহ অতিরিক্ত জেলা শাসক কৌশিক সিনহা জেলা পরিষদের সহকারি সভাধিপতি নন্দেশ্বর মন্ডল জেলা পরিষদের কৃষি কর্মদক্ষ বিশ্বরঞ্জন মাড্ডি সহ জেলা প্রশাসনের আধিকারিক বৃন্দ l

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − three =