জঙ্গলের ভেতরে ছুটিয়ে প্রৌঢ়াকে পিষ্ট করে মারলো হাতি

জঙ্গলের গভীরে মহুল কুড়াতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হল এক প্রৌঢ়ার। রবিবার সাতসকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের ডুমুরকোটা এলাকায়। হাতি দেখতে পেয়ে সঙ্গীরা দ্রুত পালাতে সক্ষম হলেও ওই প্রৌঢ়া হাতির সামনে পড়ে গিয়েছিলেন। হাতি আকে ধরে আছড়ে ছিন্নভিন্ন করে দেয়। আতঙ্ক এলাকায়। মেদিনীপুর সদর ব্লক সহ পাশাপাশি জঙ্গলে এই মুহূর্তে মহুল ফল সবচেয়ে বেশি সংগৃহীত হয়। জঙ্গলমহলের বাসিন্দারা সেই মহুল সংগ্রহ করতে হুড়োহুড়ি শুরু করেছেন বিভিন্ন এলাকার জঙ্গলে। কারণ মদ তৈরি করতে এই মহুল চড়া দামে বিক্রি করা যায়। রবিবার ভোর থেকে ডুমুরকোটা গ্রামের কয়েকজন বাসিন্দা জঙ্গলের গভীরে গিয়েছিলেন রাতে গাছ থেকে পড়া সেই মহুল কুড়োতে। ডুমুরকোটা গ্রাম থেকে এমন চারজন বাসিন্দা গিয়েছিলেন। হঠাৎই তাদের পেছনে হাজির হয়ে যায় মহুলের গন্ধে একটি দাঁতাল হাতি। মহুল কুড়াতে ব্যস্ত ওই লোকজন এর তিনজন বুঝতে পেরে পালাতে পারলেও মহিলা রায়মনি কিস্কু (৫০) পালাতে পারেননি। হাতিটি তাকে সবার সামনে তুলে আছড়ে পা দিয়ে পিষ্ট করে ছিন্নভিন্ন করে দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × five =