মঙ্গলবার রাতে বাঁকুড়ার জয়পুরে বনফুল নামে একটি সরকারি রিসোর্টে ঢুকে পড়ে একটি গন্ধগোকুল। প্রথমে এই গন্ধগোকুলটিকে রিসোর্ট এর কর্মীরা চিনতে না পারায় কয়েক ঘন্টার জন্য হলুস্থলো পরে যায় রিসোর্ট সংলগ্ন এলাকায়। পরে অবশ্য জানতে পারা যায় ওই বন্য জন্তুটির নাম গন্ধগোকুল । গভীর রাতে রিসোর্টের ছাদে দেখা যায় প্রানী টিকে। সেই ছবি মোবাইল ফোনে বন্দী করে রিসোর্টের কর্মীরা। এমন জন্তু আগে কখন ও দেখা যায়নি বা নজরে আসেনি,হটাত এমন জন্তুর আগমন দেখে ভয় পেয়েও যায় রিসোর্টের কর্মীরা। রিসোর্টের মধ্যে কিছুক্ষন ঘোরাঘুরি করার পর আর তাকে দেখা যায়নি। মনে করা হচ্ছে খাবারের সন্ধানে ঢুকে পড়েছিল জঙ্গলঘেরা এই রিসোর্টে। বনদপ্তর সূত্রে জানা গেছে জয়পুরের জঙ্গলে প্রচুর সংখ্যক গন্ধগোকুল রয়েছে কখনো কখনো তারা লোকালয়ে চলে আসে রাতের বেলায়। এর আগেও কোতুলপুর ও জয়পুর লোকালয় থেকে গন্ধগোকুল উদ্ধার করেছে বনদফতর।