জঙ্গিপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কে আক্রমণের অভিযোগ জঙ্গিপুরপৌর প্রশাসক অনুগামীদের বিরুদ্ধে।
তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে জঙ্গিপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কে বেধড়ক মার জঙ্গিপুরপৌর প্রশাসক অনুগামীদের বিরুদ্ধে। ঘটনার জেরে চরম উত্তেজনা জঙ্গিপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের ঘটনা। ঘটনাস্থল থেকে উদ্ধার করে টাউন সভাপতি ফিরোজ শেখ ভর্তি করা হল আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।বেশ কিছুদিন ধরে জঙ্গিপুর বিধায়ক জাকির হোসেনের সঙ্গে জঙ্গিপুর পৌরসভার পৌর প্রশাসকের বেশ কিছুদিন ধরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। ফলে ওই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে জঙ্গিপুর বিধায়ক জাকির হোসেনের অনুগামী জঙ্গিপুর টাউন তৃণমূল সভাপতিকে সহ বেশ কয়েকজনকে বেধড়ক মার জঙ্গিপুর প্রশাসকের অনুগামীদের বিরুদ্ধে।এই ঘটনার জেরে চরম উত্তেজনা এলাকায়। এই ঘটনার জেরে জঙ্গিপুর বিধায়ক এর অনুগামীরা রঘুনাথগঞ্জ দাদাঠাকুর রাজ্য সড়ক অবরোধ করল দোষীদের শাস্তির দাবিতে।
