জঙ্গিপুর পুরভোট মিটতেই তৃণমূলের তরফে বিজ্ঞপ্তি জারি” প্রাক্তন কাউন্সিলরদের কাছ থেকে আবাস যোজনার কাটমানি ফেরত নিতে হবে”।
জঙ্গিপুর পুরভোট মিটতেই তৃণমূলের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয় ” প্রাক্তন কাউন্সিলরদের কাছ থেকে আবাস যোজনার কাটমানি ফেরত নিতে হবে”।পাশাপাশি মাইকিং করে বলা হয় যে সমস্ত পৌরবাসী আবাসন যোজনা ঘরের কাটমানি দিয়েছেন প্রাক্তন কাউন্সিলরদের, তাদের কাছ থেকে কাটমানির টাকা ফেরত নিতে । এই ঘোষণার পরেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকাজুড়ে।জঙ্গিপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেশ কিছু মানুষ আবাস যোজনার টাকা প্রাক্তন কাউন্সিলর রবিউল মাস্টারকে কাটমানি হিসেবে দিয়েছিলেন ।এখন এ ঘোষণার পরেই প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে টাকার দাবিতে চড়াও হয় এলাকাবাসী।৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলের বিরুদ্ধে অভিযোগ, তাজু শেখ নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকার চেক ফেরত দেন ৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রবিউল মাস্টার।
এই ঘটনার পরেই এদিন সকালে শারীরিক অসুস্থতার কারণে রবিউল মাস্টার জঙ্গিপুর মহাকুমা হসপিটালে চিকিৎসাধীন। তার পরিবারের লোকজনের দাবি, তাকে মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে।যার কারণেই এই অবস্থা। তার ওপর মিথ্যা মামলা চাপিয়ে দেওয়া হচ্ছে। কার্যত এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জঙ্গীপুর পৌরসভা এলাকায়।