জঙ্গিপুর ভাগীরথী সেতুতে ভয়াবহ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১, আহত ২।
এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জঙ্গিপুর ভাগিরতি নদী সেতুতে।প্রাথমিক ও পুলিশ সূত্রে জানা যায়,রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের অধীন ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার চর পিরোজপুর গ্রামের বাসিন্দা ৩ ব্যক্তি জমির পটল বিক্রি করার উদ্দেশ্যে রঘুনাথগঞ্জ আসেন। আর সে সময় ঘটে যায় বিপত্তি। লরির সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জঙ্গিপুর ভাগিরথী সেতুতে ভয়াবহ মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে।এই দুর্ঘটনা ঘটতেই তড়িঘড়ি স্থানীয়রা ৩জনকে আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যায়। সেখানে তিনজনের অবস্থার অবনতি দেখে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করে হাসপাতালে এমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এবং আহত দুই জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।তবে একজনের অকাল মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে আসে। তবে পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে।এই ঘটনাটি কি করে ঘটলো পূর্ণাঙ্গ তদন্ত করছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।