দিল্লিতে তৃতীয় নরেন্দ্র মোদি সরকারের শপথগ্রহণের দিন হামলা হয়েছিল। তিন দিনের মাথায় ফের জঙ্গি হামলায় রক্তাক্ত হল উপত্যকা। এবার একসঙ্গে জোড়া হামলায় চালাল জঙ্গিরা। মঙ্গলবার রাতে প্রথমে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া এবং পরে ডোডা হামলা চালায় তারা। এই হামলায় আধা সামরিক বাহিনীর এক জওয়ান মারা গিয়েছেন। সব মিলিয়ে আহত হয়েছেন ছয় জন। রবিবার সন্ধে থেকে এই নিয়ে তৃতীয় বার হামলা চালাল জঙ্গিরা।

পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ওই দুই জঙ্গি উপত্যকায় প্রবেশ করেছিল বলে অনুমান সেনার। উপত্যকার পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঠুয়ায় গ্রামের বাসিন্দাদের কাছে জল চায় জঙ্গিরা। তাদের দেখে সন্দেহ জাগে স্থানীয়দের মনে। সেই নিয়ে উত্তেজনা তৈরি হলে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে, যার ফলে এক বাসিন্দা আহত হন বলে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − 11 =