জনসাধারণের কথা ভেবেই ছটপুজোর আগেই শুরু গঙ্গার ঘাট সংস্করণ ও ঘাট সংলগ্ন রাস্তা মেরামতির কাজ।

জনসাধারণের কথা ভেবেই ছটপুজোর আগেই শুরু গঙ্গার ঘাট সংস্করণ ও ঘাট সংলগ্ন রাস্তা মেরামতির কাজ।

সরকারি নির্দেশ মতো দুর্গা পুজোর আগে থেকেই রাস্তা মেরামতির কাজ শুরু হয়ে গিয়েছিলো।উত্তর ২৪ পরগনার বারাকপুর ও টিটাগড় পৌরসভার অধীনে অঞ্চল গুলোতেও চলছে জোর কদমে গঙ্গার ঘাট সংলগ্ন রাস্তা তৈরির কাজ।ছট পুজোর আগেই রাস্তা তৈরির কাজ শেষ করতে চান বলেই জানান বারাকপুর এবং টিটাগড় পৌরসভার পৌরপ্রশাসক। রাস্তা তৈরি কাজের পাশাপাশি চলছে ছট পুজোকে মাথায় রেখে বিভিন্ন গঙ্গার ঘাট এবং জলাশয় সংস্করণের কাজ।করোনা পরিস্থিতিতে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে এবং ভিড় এড়াতে গঙ্গার ঘাট ছাড়াও অসংখ্য জলাশয় ইতিমধ্যেই পরিষ্কার করা হয়েছে।সেইসাথে বিভিন্ন এলাকায় অতিরিক্ত জলাশয় নির্মাণও করা হয়েছে সাধারণ জনগণের সুবিধার্থে।তবে বেশ কিছু সাধারণ মানুষের অভিযোগ রাস্তা নির্মাণের কাজ চললেও গঙ্গার ঘাট মেরামতির কাজে ঢিলেমি দেখিয়েছে পৌরসভাগুলি। অপরদিকে ছট পুজোর আগে ফলের দোকান ও বাজারগুলিতে করোনা আবহের জন্য ভিড় কিছুটা হলেও কম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 11 =