ফের বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা রাজ্যে। বৃষ্টিতে রাস্তায় জমা জলে পড়ে থাকা বৈদ্যুতিক তারে তড়িদাহত হয়ে মৃত্যু হল এক ছাত্রীর। মেয়েকে বাঁচাতে গিয়ে আহত বাবাও। ঘটনাটি ঘটেছে হাওড়ার সালকিয়ার তাঁতিপাড়া এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালিপাঁচঘড়া থানার পুলিশ। ছাত্রীর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে সালকিয়ার বাঁধাঘাট মোড়ের কাছে তাঁতিপাড়ার বাসিন্দা পূরবী তার বোনের সঙ্গে একটি জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরে তাঁর বাবার দোকান। দোকানের সামনে হঠাৎই বিদ্যুৎপৃষ্ট হয়ে জলমগ্ন রাস্তায় ছিটকে পড়েন পূরবী। তাঁর বাবা সেই সময় নিজের দোকানে বসে ব্যবসার কাজ করছিলেন। তিনি দৌড়ে এসে মেয়েকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের গোলাবাড়ি থানা এলাকার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালিপাঁচঘড়া থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 5 =