আজ থেকে বেলুড়মঠে পরল দুর্গাপুজোর ঢাকের কাঠি। শুভ জন্মাষ্টমী দিনে বেলুড় মঠে নিষ্ঠা ও ভক্তির সঙ্গে করা হয় কাঠামো পুজোর আয়োজন। চিরাচরিত প্রথা মেনে শুভ জন্মাষ্টমীর পূর্ণলগ্নে বেলুড় মঠে নিষ্ঠা ও ভক্তির সঙ্গে দুর্গা প্রতিমার কাঠামো পুজোর আয়োজন হল। সকাল সাড়ে সাতটার সময় মূল মন্দিরে রামকৃষ্ণ মূর্তির ডানদিকে এই কাঠামো পুজোর শুরু হয়। কাঠামোটি ফুল দিয়ে সুসজ্জিত ভাবে সাজিয়ে পুজো শুরু হয়। স্বামী বিবেকানন্দের হাত ধরেই বেলুড় মঠে দুর্গোৎসবের সূচনা হয়। এই পুজোয় নিযুক্ত ছিলেন সন্ন্যাসী মহারাজরা।