জন্মাষ্টমীর সকালে বেলুড়মঠে দেবী দুর্গার কাঠামো পুজো।
চিরাচরিত রীতি মেনে আজ জন্মাষ্টমীর সকালে বেলুড়মঠে দেবী দুর্গার কাঠামো পুজো দিয়ে শুরু হলো এ বছরের দেবীর আবাহন। স্বামীজীর সময় প্রতিষ্ঠিত এই দুর্গাপুজো ১২১ তম বর্ষে পদার্পণ করল। ভাবগম্ভীর পরিবেশে মূল মন্দিরে শ্রী রামকৃষ্ণ দেবের মূর্তির ডান দিকে হয় এই কাঠামো পূজা। চণ্ডীপাঠ পূজার্চনা ইত্যাদির মাধ্যমে হয় এই পূজা। এককথায় এবারের দেবী দুর্গার আবাহন শুরু হয়ে গেল বেলুড়মঠে।