জমিতে অবৈধভাবে বালি ফেলার অভিযোগে ভূমি রাজস্ব দপ্তরের অভিযান
জেসিবি লাগিয়ে জমিতে অবৈধভাবে বালি ফেলার অভিযোগ। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার ময়নাগুড়ির ওভারব্রীজ সংলগ্ন এলাকায় ময়নাগুড়ি থানার পুলিসকে সাথে নিয়ে অভিযান চালায় ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। জমির মালিক এদিন আধিকারিকদের জমিতে বালি ফেলার কোন বৈধ কাগজ দেখাতে না পারায় জেসিবি সহ চালককেকে আটক করা হয়েছে। পাশাপাশি কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।রিভিনিউ অফিসার প্রসেনজিৎ বর্মন বলেন, বালি কোথা থেকে এলো তার তদন্ত শুরু হয়েছে। জেসিপি ও তার চালককে আটক করা হয়েছে।জমির মালিক জানায়, জমিতে বালির ফেলার জন্য অন্য আরেকজনকে কন্ট্রাক্ট দেয়া হয়েছিল। প্রশাসনের কথামতো আপাতত কাজ বন্ধ করে দিয়েছি।