জমিতে চাষবাসের সুবিধার্থে ব্রিজের দাবি তুললেন বিক্ষোভ করেছেন এলাকার চাষীরা।
শুক্রবার সকালে ওই দাবি তুলে খাল সংস্কারের কাজ আটকে দিলেন এলাকার চাষীরা। ঘটনাটি ঘটেছে নওদা ব্লকের পাটিকাবাড়ি পশ্চিম মাঠ এলাকায়। সেচ দপ্তরের উদ্যোগে গত কয়েকদিন ধরে প্রায় ৯ কিলোমিটার খাল সংস্কারের কাজ চলছে নওদা ব্লকে। এলাকার চাষীদের দাবি পাটিকাবাড়ি পশ্চিম মাঠ এলাকায় যে সমস্ত জমি রয়েছে তার পাশেই খাল কাটার জন্য রাস্তা পারাপার হতে পারবেন না চাষীরা। পাশাপাশি জল বের হওয়ার জন্য একটি সুইচ গেটের প্রয়োজন। তা না হলে তাদের চাষাবাদে ব্যাপক অসুবিধা হবে ।সে কারণে ওই এলাকায় একটি ব্রিজের দাবি তুলে বিক্ষোভ শুরু করেছেন এলাকার চাষীরা। চাষীদের ওই বিক্ষোভের জেরে এদিন খাল কাটার কাজ বন্ধ হয়ে যায়। চাষীদের দাবি ব্রিজ ও সুইচ গেট নির্মাণ না হলে সেচ দপ্তরকে খাল কাটতে দেবে না তাঁরা।