উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার চরমন্ডল গ্রামে আব্দুল গনি মন্ডল -৪২ বছরের সঙ্গে তার প্রতিবেশী আলউদ্দিন মন্ডলর জমি নিয়ে বিবাদ চলছিল দীর্ঘদিন ধরে । জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে গনি মন্ডলের বাড়ির পাশে জ্বালানি রাখা নিয়ে গন্গোলের সূত্রপাত । অভিযোগ আলাউদ্দিন মন্ডল এর ছেলে শাহাবুদ্দিন মন্ডল আব্দুল গনি মন্ডলকে বাঁশ দিয়ে আঘাত করে , ঘটনাস্থলে লুটিয়ে পড়ে আব্দুল গনি মন্ডল । পরবর্তীতে তাকে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে । মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা আলাউদ্দিন মন্ডল এর বাড়িতে চড়াও হয় ভাঙচুর করা হয় তার বাড়ি । পরবর্তীতে বাগদা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে ঘটনা নিয়ন্ত্রণে এনে। অভিযুক্তর পরিবারের এক সদস্যকে আটক করেছে পুলিশ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 2 =