জমি বিক্রি করতে না দেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে বসিরহাটে।
বসিরহাটের মিনাখাঁ থানার মঠবাড়ী এলাকার ঘটনা। বছর ৩০ এর মিনিজার খাতুনের সঙ্গে প্রায় এক বছর আগে বসিরহাটেরই ন্যাজাট থানার শিরিষতলা এলাকার বাসিন্দা হাবিবুল্লাহ তরফদার এর বিবাহ হয়। মিনিজার বাপের বাড়ির পাশে প্রায় পাঁচ কাটা জমির উপর ঘর বেঁধে থাকতেন স্বামী-স্ত্রী। যে জমিতে ঘর বেঁধে স্বামী-স্ত্রী বসবাস করতেন সেই জমিটি আদতে মিনিজারই। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই সেই জমি বিক্রি করে সেখান থেকে চলে যাওয়ার জন্য তার স্ত্রীর ওপর চাপ দিতে থাকে হাবিবুল্লাহ। কিন্তু মিনিজা স্বামীর এই প্রস্তাবে প্রথম থেকেই রাজি ছিলেন না বলে জানিয়েছেন তার মা। তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ মিনিজা স্বামীর এই প্রস্তাবে রাজি না হলে তার উপর তার স্বামী বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে বলে অভিযোগ করেন মিনিজার বাপের বাড়ি লোকেরা। তারা আরো অভিযোগ করেন, তাদের জামাইও হাবিবুল্লা তার বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে গভীর রাতে এসে তাদের কন্যা মিনিজাকে শ্বাসরোধ করে খুন করে। মিনিজার মা আরো দাবি করেন যে, সকালে তাদের জামাই তার ছেলেকে ফোন করে তাকে বাড়ি আসতে বলে। তার মা সেখানে পৌছে দেখেন তার মেয়ে মৃত অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছে। ঘটনার কথা জানতে পেরে মিনাখাঁ থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। শুধুমাত্র জমি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের টানাপোড়েন ? নাকি এর পিছনে আরো অন্য কোনো ষড়যন্ত্র আছে, তা খতিয়ে দেখছে মিনাখাঁ থানার পুলিশ।