জমি বিবাদের কারণে খুন
মাঠের মধ্যে জমিতে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ দেখতে পায় বাড়ির লোক, জমি বিবাদের কারণে খুন বলে প্রাথমিক অনুমান। মৃতের নাম কৃষ্ণকান্ত সিকদার। বয়স ৫৫ বছর। বাড়ি নদীয়ার কল্যানী দক্ষিণ চাঁদামাড়ি মাঝে স্কুল এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে নিজের জমিতে দেখাশোনা করতে গিয়েছিলেন। সেই সময় কে বা কারা তাকে এলোপাতাড়ি কোপায়। বাড়ি ফিরতে দেরি দেখে কৃষ্ণকান্তের ছেলে কৃত্তিবাস শিকদার জমিতে গিয়ে দেখে মৃত অবস্থায় পড়ে রয়েছে বাবা। এরপর স্থানীয়রা পুলিশের খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী থানার পুলিশ। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে আরো জানা গিয়েছে, শ্যালক নির্মল মণ্ডলের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ ছিল কৃষ্ণকান্তের। শ্যালক জামাইবাবুকে কুপিয়ে খুন করেছে বলে অভিযোগ স্থানীয়দের। অভিযুক্ত শ্যালককে পুলিশ আটক করেছে।