জমি বিবাদে এবার নিজের বোনকে পিটিয়ে খুন করার অভিযোগ ভাইদের বিরুদ্ধে

জমি বিবাদে এবার নিজের বোনকে পিটিয়ে খুন করার অভিযোগ ভাইদের বিরুদ্ধে।

এই মর্মান্তিক ঘটনাটি ভাঙড়ের ঝিজিরআইটের। মৃত মহিলার নাম আরবানি বিবি (৪৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর বুধবার রাতে ভাঙড়ের ঝিজিরআইটে নিজের বোনকে বেধড়ক মারধর করে ভাইয়েরা। এমনকি মারধর করার পর চিকিৎসকের কাছে না নিয়ে গিয়ে বাড়িতে দীর্ঘক্ষন ফেলে রাখার অভিযোগ। পরে স্থানীয়দের উদ্যোগে নলমুড়ি হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ভাঙড়ের ঝিজিরআইটের মনসুর ঘরামির সাড়ে চার বিঘা চাষের জমি আছে। বেশ কিছুদিন আগে তাঁর মৃত্যু হয়। অভিযোগ বাবার মৃত্যুর পর জমি নিয়ে ছেলেদের মধ্যে ঝামেলা লেগেই থাকত। মৃত আরবানি বিবি সাম্প্রতি বাপের বাড়িতে থাকছিলো বলে খবর। ফলে ছেলেদের জমি বিবাদে নাম জড়ায় মেয়েদেরও। নিজেদের পথে কাঁটা সরাতে কি ভাইয়েরা নিজের বোনকেই পিটিয়ে খুন করলো উঠছে প্রশ্ন ! ঘটনায় ইতিমধ্যে ভাঙড় থানার পুলিশ মৃত আরবানি বিবির দুই ভাই ও এক ভাইপোকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বৃহস্পতিবার বারুইপুর আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত তরান্বিত করবে বলে পুলিশ সূত্রে খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 1 =