জমি মাফিয়াদের দাপটে জেরবার সাধারণ মানুষ।
ভূমি সংস্কার দপ্তরের যোগসাজশে চলছে এই জমি হস্তান্তরের কাজ।এই অভিযোগে দপ্তরের বিক্ষোভ জমির মালিকদের।নদীয়া চাপড়া এলাকার ঘটনা।তাদের দাবি সাধারণ মানুষের পৈত্রিক জমি হঠাৎই জমি মাফিয়ারা ভূমি সংস্কার দপ্তর এর যোগসাজশে রাতারাতি নাম খারিজ করে জমি হস্তান্তর করে নিচ্ছে। অভিযোগ নিয়ে তারা যখন ভূমি সংস্কার দপ্তর যাচ্ছে তাদের পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ পাঠাচ্ছে আদালতে।তারা শুধূ শুধু আদালত থেকে পুলিশ সমস্ত জায়গায় ঘুরে ঘুরে হয় রানির হচ্ছেন। বিগত কয়েকদিন আগেও এই চাপরা এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি জমিতে বসবাস করা ব্যক্তিদের পরিবর্তে জমির পাট্টা অন্য ব্যক্তির নামে হয়ে যায় বলে অভিযোগ উঠে। সেই ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন বিক্ষোভ দেখিয়ে ছিলেন এমন কি পুলিশ সুপার থেকে শুরু করে একাধিক জায়গায় বিক্ষোভ দেখেছিলেন ওই এলাকার মানুষ। এইবার ব্যক্তি মালিকানার জমি রাতারাতি হস্তান্তর হয়ে যাবার অভিযোগে শুরু হয়েছে। তাদের জমি কিভাবে রাতারাতি জমি মাফিয়া দেখাতে চলে যাচ্ছে এই প্রশ্ন নিয়ে বিক্ষোভ দেখান জমির মালিকরা।