জমি সংক্রান্ত পুরোনো বিবাদের জেরে খুন হতে হলো বছর পঞ্চান্নর এক ব্যাক্তিকে।
এক ব্যাক্তিকে পিটিয়ে মারার অভিযোগ তারই আত্মীয়ের বিরুদ্ধে। জানা যায় ব্যাক্তির নাম আসগর আলি। গতকাল রাতে এই ঘটনায় বুদবুদ থানার পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে। যার মধ্যে২ জন মহিলা রয়েছে। ধৃত ৬ জনের নাম শেখ সৌকত আলী, মাজু, শেখ,নাসিমুদ্দিন, লালি বেগম, শবনম বিবি, শেখ আরশাদ আলী। সোমবার অভিযুক্ত৬ জনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। অভিযুক্ত ৬ জন মৃতের পারিবারিক সম্পর্কে রয়েছে, অভিযুক্ত দের মধ্যে ২ জন মহিলা রয়েছে।
ধৃত দের ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।
