জয় শ্রীরাম না বলায় এক তৃণমূল কর্মীকে মারধর, অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
ঘটনাটি বসিরহাট মহকুমার হাড়োয়া থানার খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েতের শামলা মহিষ্টিকারি গ্রামের।বছর ৩৮ এর শেখ আক্তার মেছো ভেড়িতে কাজ করে ফিরছিলেন।মঙ্গলবার রাত্রিবেলা মহিষ্টিকারি গ্রাম আসতেই মদ্যপ অবস্থায় তারক হাজরা, মনোজ মাইতি, সহ প্রায় ৯ জনের একটা দল হঠাৎই সেক আক্তারকে লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’শ্লোগান দিতে থাকে।আক্তারকে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করা হয়।বলতে অস্বীকার করলে তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়।এমনকি লোহার রড, বন্দুকের বাট, বাঁশ, ভোজালি সহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে তার উপর,এমনই অভিযোগ তৃণমূল কর্মীদের। পরবর্তীতে স্থানীয় লোকজন এসে গেলে তাকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।এই ঘটনায় আক্তারকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান, শেখ আক্তার এর অবস্থা সঙ্কটজনক। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরূদ্ধে।অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শুধুই কি রাজনৈতিক কারণ নাকি অন্য কোনো কারণ রয়েছে সেটাও খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ। সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি।এই ঘটনায় গ্রামে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ মোতায়েন রয়েছে। ইতিমধ্যে একজনকে আটক করেছে হাড়োয়া থানা পুলিশ।